এক নজরে

রাজ্য জুড়ে কৃষি বিল বিরোধী আন্দোলন

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি বিল এর প্রতিবাদে দেশজুড়ে পালিত হল ধর্মঘট। আর সেই একই ইস্যুতে এ রাজ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলল বিক্ষোভ, ধরনা, পথ অবরোধ। বিরোধী দলগুলি নিজেদের নিজেদের মতো করে এই ইস্যুতে আন্দোলন করে। তৃণমূল ধর্না মঞ্চ চালায় মেয়ো রোডে। সিপিএম, কংগ্রেস থেকে অন্যান্য বিরোধী দলগুলোর কৃষক সংগঠন মিছিল করে।

ছবি- কুন্তল চক্রবর্তী

গোটা রাজ্যে রাজ্য ও জাতীয় সড়ক মিলিয়ে প্রায় ২০০ টি জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে দাবি সংগঠনগুলির। এদিন বিকেলে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয় পদযাত্রায় অংশ নেন বিমান বসু, আব্দুল মান্নান এর মত বামপন্থী ও কংগ্রেস নেতারা।