কলকাতা ব্যুরো: নরেন্দ্র মোদী সরকারের পাস করানো কৃষি বিলকে বড় রাজনৈতিক হাতিয়ার করতে চলেছে তৃণমূল। ওই বিলের বিরোধিতায় আজ কলকাতায় প্রতিবাদ ধরনা কর্মসূচিতে বসতে চলেছে তৃণমূলের মহিলা শাখা। বুধবার একই ইস্যুতে পথে নামবে তৃনমূল ছাত্র পরিষদও।
কলেজ স্কোয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে ছাত্ররা। দলের তরফে কৃষক, ক্ষেতমজুর সহ অন্যান্য শাখা সংগঠনগুলোকে ওই বিলের বিরোধিতায় আন্দোলনে নামতে বলা হয়েছে।