কলকাতা ব্যুরো: বেলদা স্টেশনের কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ফলকনুমা এক্সপ্রেস। শনিবার ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি খুলে বিপত্তি ঘটে। আর সেই অবস্থায় প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামে ফলকনুমা এক্সপ্রেস। তবে জানা গিয়েছে ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। কাপলিং খুলে যাওয়াতেই এই বিপত্তি, জানিয়েছেন গার্ড।
জানা গিয়েছে, শনিবার ডাউন ফলকনুমা এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটে। এদিন সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার দিকে আসছিল এই ট্রেন। ট্রেনের শেষদিকের ৩টি বগি যার মধ্যে রয়েছে দুটি জেনারেল বগি এবং একটি এসি বগি বাকি ট্রেন থেকে খুলে যায়। খুলে যাওয়ার পর দাঁড়িয়ে থাকে ওই ৩টি বগি। অন্যদিকে ইঞ্জিন সহ বাকি কামড়া এগোতে থাকে। এরপর প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন। গার্ড এবং চালকের নজরে আসে এই ঘটনা। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটা দাঁড় করানো হয়। পরে ইঞ্জিনিয়ার এসে বাকি সব কামড়ার সঙ্গে ওই তিন কামড়া জুড়ে দেন। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের তিনটে বগি আমাদের এই রেলগেটের কাছে এসে খুলে যায়। পিছনের তিনটে বগি ছিল। গার্ড সেটা দেখে সঙ্গে সঙ্গে চালককে ফোন করে বলেন। এর পর ওনারা নেমে তিনটে বগি জুড়ে দেন। বড় বিপদ এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর নেই।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি উত্তরবঙ্গে পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তবে এখনও পর্যন্ত আসল রহস্য প্রকাশ্যে আসেনি।