এক নজরে

জালনোটের কারবারের কিংপিন গ্রেপ্তার মালদা থেকে

By admin

October 01, 2020

কলকাতা ব্যুরো: দেশে জালনোটের কারবারের কিংপিনকে মালদা থেকে গ্রেপ্তার করলো এনআইএ। ধৃতের নাম তৌসিফ আলম। বাংলাদেশ থেকে উচ্চমানের জালনোট এনে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজের সঙ্গে যুক্ত সে। সে এই কারবারের কিংপিন বলে এনআইএ-র তদন্তকারীরা মনে করছেন।

এর আগে জালনোটের কারবারে যুক্ত থাকার অভিযোগে গাজিয়াবাদ থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জেরা করেই জানা যায় তৌসিফ আলমের নাম।