কলকাতা ব্যুরো: এবার কলকাতা পুরনিগমের নির্বাচনে রেকর্ড গড়েছেন ৬৬ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। তিনি জিতেছেন ৬২ হাজার ৪৫ ভোটে ৷ এর আগে কলকাতার পুরভোটে এত ভোটে জেতার রেকর্ড কারও নেই ৷ যথারীতি বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে যে এই বিশাল মার্জিনে জয় প্রমাণ করে কী পরিমাণ সন্ত্রাস এবং রিগিং হয়েছিল নির্বাচনের দিন । তবে এই সব অভিযোগকে অবশ্য পাত্তা দিতেই চান না ফয়াজ আহমেদ খান, যিনি আবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের পুত্র।
তিনি মঙ্গলবার জয়ের পর সাংবাদিকদের জানান যে গত রবিবার অর্থাৎ ভোটের দিন ঠান্ডা একটু কম পড়লে আরও বেশি মার্জিনে জিততেন তিনি। তিনি বলেন, সেদিন ঠান্ডাটা খুব বেশি পড়েছিল। তাই অনেক বয়স্ক মানুষ ভোট দিতে বেরোতে পারেননি। ওঁরাও ভোট দিলে আরও অন্তত পাঁচ হাজার বেশি ভোট জিততাম আমি।
ফৈয়াজের আরও দাবি, ২০১৫ থেকেই এই ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন অনেক বেশি থাকে। ২০১৫ সালে আমি প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলাম । ২০১৯ সালে এই ৬৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায়কে সবচেয়ে বেশি লিড দিয়েছিল । ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ৬৬ নম্বর ওয়ার্ড আমার বাবাকে ৫৩ হাজার ভোটের লিড দিয়েছিল কসবা বিধানসভা কেন্দ্রে। তাহলে আজকের এই মার্জিনে অবাক হওয়ার কী আছে?
তিনি আরও জানান যে গত রবিবার তাঁর ওয়ার্ডে কোনওরকম গোলমাল, পুলিশে অভিযোগ বা রিগিংয়ের কেউ অভিযোগ তোলেননি । তাই তাঁর প্রশ্ন, আজকে কেন এই সব কথা তোলা হচ্ছে?
অন্যদিকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান ৬২ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন ৷ যার ব্যবধান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অনেক বেশি ৷ তাকেই মুখ্যমন্ত্রী করা উচিত অথবা মেয়র বা উপমুখ্যমন্ত্রী পদে ওনাকে বসানো উচিত ৷