কলকাতা ব্যুরো: এই নিয়ে অন্তত চারবার বেঁচে গেলেন যুবক। এর আগেও অন্তত তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যান। আর এবার একেবারে ফেসবুক থেকে সাইবার থানা হয়ে নদিয়া পুলিশ ও পরিবারের কাছে শেষ মুহূর্তে খবর পৌঁছে যায়। বেঁচে গেলেন ওই যুবক। তার বাবা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ছেলে বিভিন্ন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। তার চিকিৎসা চলছে। এর আগেও তিন-চারবার ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার বাবা পুলিশকে জানিয়েছেন। এখন তার আরও ভালো চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে নদীয়া জেলা পুলিশ।
রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ সাইবার থানায় একটি তথ্য আসে। ফেসবুক কর্তৃপক্ষ তাতে জানা যায় এক ব্যক্তি তাঁর ফেসবুক টাইমলাইনে একটি ছবি পোস্ট করেছেন। ব্লেড দিয়ে হাত কেটে তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন বলে ছবি পোস্ট করা হয়। সাইবার থানা তথ্য পাওয়ার পরেই তদন্ত শুরু করে। জানা যায় নদীয়ার একটি ফোন নম্বর থেকে ওই ফেসবুক পেজ তৈরি হয়েছিল।
মোবাইল নাম্বারের সূত্র ধরেই পুলিশ ফোন করে এক ব্যক্তিকে। তিনি জানান তার ছেলের ফেসবুক ওইটি। এর পরেই পাশের ঘরে গিয়ে তিনি ছেলেকে উদ্ধার করেন। এরই মধ্যে সে বাড়িতে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। তড়িঘড়ি ছেলেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।