এক নজরে

CDS Bipin Rawat: যে মানুষটা দেশের জন্য এত করলেন

By admin

December 09, 2021

কলকাতা ব্যুরো: এমআই-১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জন। বুধবার তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। এর মধ্যেই বৃহস্পতিবার এক প্রত্যক্ষদর্শী জানালেন, তিনি বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি জীবিত অবস্থায় দেখেছিলেন ভারতের সেনা সর্বাধিনায়ককে। আহত বিপিন রাওয়াত তাঁর কাছে জল চান বলেও দাবি ওই প্রত্যক্ষদর্শীর।

শিবকুমার নামের ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নীলগিরির চা বাগানে কাজ করেন তাঁর ভাই। বাগানে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। শিবকুমারের কথায়, আমরা তিনজনকে মাটিতে পড়তে দেখি। তার মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। তিনি জল চাইছিলেন অতি কষ্টে। আমরা চাদর জড়িয়ে দিই তাঁর শরীরে, এরপরেই উদ্ধারকারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

শিবকুমার জানান, ঘণ্টা তিনেক বাদে তিনি জানতে পারেন, যিনি জল চেয়েছিলেন তিনি আসলে বিপিন রাওয়াত। প্রত্যক্ষদর্শী শিবকুমার আক্ষেপ করেন, আমি ভাবতে পারছি না, যে মানুষটা দেশের জন্য এত করলেন… তিনি শেষ মুহূর্তে জলটুকু পেলেন না! আমি কাল সারারাত ঘুমোতে পারিনি!

উল্লেখ্য, পরে সেনা হাসপাতালে প্রয়াত হন ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। এদিকে ভিভিআইপি কপ্টার দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের ‘ব্ল্যাক বক্স’ বা ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভিআইপি কপ্টারটি কীভাবে ভাঙল তা জানতে যৌথভাবে তদন্ত করবে সেনার তিন বাহিনী। 

এর মধ্যেই ভাইরাল হয়েছে স্থানীয়দের তোলা কপ্টার দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও। সেখানে দেখা গিয়েছে কপ্টারটি ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। একমাত্র ভাল খবর, কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে স্থিতিশীল রয়েছেন।

বুধবারই জানা গিয়েছিল, গ্রুপ ক্যাপ্টেন বরুণও গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তবে আজ বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন বরুণের অবস্থা ‘সঙ্কটজনক হলেও স্থিতিশীল’। তাঁর শরীরের ৪৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। এদিন লোকসভায় রাজনাথ সিং বলেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে প্রাণে বাঁচানোর সবরকম চেষ্টা চলছে।