কলকাতা ব্যুরো: যাত্রীদের সুবিধার্থে পুজোর তিনদিন (সপ্তমী থেকে নবমী) ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় বাড়ানো হচ্ছে রেকের সংখ্যা। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২ থেকে ১৪ অক্টোবর প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে (৩০ টি আপ ও ৩০ টি ডাউন) মোট ৬০টি ট্রেন চলবে। সাধারণত, এই রুটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মোট ৪৮টি ট্রেন চলে। পুজোর তিনদিন সেই সংখ্যাটাই বাড়িয়ে ৬০ করা হচ্ছে। পুজোর দিনগুলিতে এই রুটে মেট্রো চলাচল শুরু হবে বেলা ১২টা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত।

বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগানের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টায়। অন্যদিকে, ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকেও ওই একই সময় দিনের প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। এছাড়া, পুজোর দিনগুলিতে শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগানের উদ্দেশে রওনা দেবে রাত ৯ টা ৪০ মিনিটে। উল্টো দিকেও ঠিক একই সময়ে ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে যাত্রা শুরু করবে দিনের শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রো।

সাধারণত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকে ৩০ মিনিট। তবে পুজোর দিনগুলিতে সেই ব্যবধান কমিয়ে ২০ মিনিট করা হয়েছে। তবে এই নিয়ম কেবলমাত্র সপ্তমী থেকে নবমী পর্যন্তই বলবৎ থাকবে। দশমী থেকে পরিষেবা আবার বছরের অন্যান্য দিনের মতোই হয়ে যাবে অর্থাৎ দশমীতে চলবে মোট ৪৮টি রেক। ওই দিন পরিষেবা শুরু হবে বেলা ১২টায়। আর দু’দিক থেকেই দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭ টা ৪০ মিনিটে। ওই দিনও দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট। পাশাপাশি, এই রুটেও থাকছে না টোকেনের ব্যবস্থা। কেবললমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version