এক নজরে

বাবরি রায়কে ঘিরে বাড়তি সতর্কতা কলকাতাতেও

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: বাবরি মসজিদ ধ্বংস নিয়ে আজ আদালতের রায়কে ঘিরে সতর্কতা জারি হয়েছে কলকাতাতেও। কলকাতা পুলিশের তরফে প্রতিটি ডিভিশনকে অতিরিক্ত পুলিশ রাখতে বলা হয়েছে। থাকছে আরএফএস এবং এইচআরএফএস। থানাগুলিকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।১৯৯২ সালের ৬ ডিসেম্বর দেশের অন্যান্য প্রান্তের মতো কলকাতাতে সেভাবে দাঙ্গা না হলেও, কিছু এলাকায় তার রেশ পড়েছিল। আজকের রায়দানকে ঘিরে তাই সতর্কতা জারি রয়েছে কলকাতাতেও।