এক নজরে

Explosive Recovery in Kolkata: বড়দিনের আগে কলকাতায় উদ্ধার বিপুল বিস্ফোরক!

By admin

December 24, 2021

কলকাতা ব্যুরো: বড়দিনের আগেই কলকাতা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার করা হয়েছে দুজনকে। বৃহস্পতিবার রাজারহাটে অভিযান চালিয়ে ১৩ কেজি বিস্ফোরণ উদ্ধার করেছে STF। স্পেশাল টাস্ক ফোর্স আগেই খবর পেয়েছিল যে টেকনো সিটি থানা এলাকার সাপুরজি বাসস্ট্যান্ডের কাছে বিস্ফোরকের লেনদেন হতে পারে। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে অভিযান চালায় পুলিশ। বিস্ফোরক সহ পাকড়াও করা হয় দুই ব্যক্তিকে।

বেঙ্গল এসিটএফ সূত্রে খবর, ১৩ কেজি বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট-সহ দু’জনকে হাতেনাতে ধরা হয়েছে। শুধু অ্যামোনিয়াম নাইট্রেটই নয়, ধৃতদের কাছ থেকে একটি কার্বাইন জাতীয় আগ্নেয়াস্ত্র, ২টি নাইন এমএম পিস্তলও পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথাও নিয়ে যাওয়ার ফন্দি এঁটেছিল দুষ্কৃতীরা। কোথাও বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তাও খতিয়ে দেখছে STF।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিহারের ভাগলপুর থেকে এই বিস্ফোরক নিয়ে আসছিলেন অভিযুক্তরা। এদিকে এই বিস্ফোরক বহনের খবর আগেই পৌঁছয় এসটিএফের কাছে। এরপরই নিউটাউনে সাপুরজির কাছে বাস আটকে তল্লাশি শুরু করে পুলিশ। বাসের ভিতরই দুই যাত্রী বসেছিলেন। সন্দেহ হতেই তাঁদের ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে।

ধৃতরা জেরার মুখে জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে যাচ্ছিলেন তাঁরা। অর্থাৎ এই বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রও যে বাসন্তীর পথেই নিয়ে যাওয়া হচ্ছিল তা ইতিমধ্যেই স্পষ্ট। তবে পথে অন্য কোনও পরিকল্পনা ধৃতদের ছিল কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তদন্তকারীরা জানতে চান, কোনও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা থেকেই এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল কি না। উৎসবের মরসুমে কোনও ভয়ঙ্কর ছক ছিল কি না তাও জানতে অভিযুক্তদের দফায় দফায় জেরা চলছে। একইসঙ্গে বাসন্তীতে কোথায় কার কাছে তাঁরা যাচ্ছিলেন, তাও জানতে চেষ্টা করছে এসটিএফ।

এর আগেও সাপুরজি এলাকায় গা একাধিক কাণ্ড হতে দেখা গিয়েছে। চলতি বছরেই পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত সিংয়ের এনকাউন্টার করে কলকাতা পুলিশ -এর স্পেশ্যাল টাস্ক ফোর্স ও পঞ্জাব পুলিশ। পঞ্জাবের ASI-কে খুন করে সাপুরজি কমপ্লেক্সে গা ঢাকা দিয়েছিল তারা।

উল্লেখ্য়, শনিবারই ক্রিসমাস। তার আগে শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে।