কলকাতা ব্যুরো: এ মাসেই জাতীয় নির্বাচন
কমিশনের ফুল বেঞ্চের কলকাতায় আসার কথা তার আগেই রাজ্যে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখতে জেলাশাসক দের নিয়ে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার আরিজ আফতাব আর তার তাগাদা পরেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনের খুঁটিনাটি কর্মকাণ্ড।
মঙ্গলবার থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে রাজ্যে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম মালদা ও মুর্শিদাবাদ ছয় জেলার জেলাশাসক ও স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কাজ শুরু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের বক্তব্য, প্রাথমিক ভাবে এই কাজের পর নির্বাচনের জন্য প্রয়োজনীয় নতুন ইভিএম এর সংখ্যা চূড়ান্ত করা হবে। খুব দ্রুতই পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর জেলার এই কাজ শুরু হবে।সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন করতে চায় কমিশন। কেননা আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্বাভাবিক সময় থেকে কিছুটা পিছিয়ে হাওয়ার কথা। তাই এখন থেকে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কমিশন।