কলকাতা ব্যুরো : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনকে সামনে রেখে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার নবান্ন সভাঘরে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করা হবে।এদিন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ২৩ জানুয়ারি নেতাজিকে সম্মান জানিয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে রেড রোডে নেতাজি পর্যন্ত মিছিল হবে। ওইদিন বিশেষ ‘সাইরেন’ বাজবে নেতাজিকে সম্মান জানিয়ে। ওইদিন দুপুর ১২টা ১৫ মিনিটে রাজ্যের প্রত্যেক মানুষকে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সব সম্প্রদায়ের মানুষকে ওইসময় নিজের নিজের মতো করে প্রার্থনায় সামিল হতে অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও রাজারহাটে ‘আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট’, নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। কিন্তু কেন্দ্র বর্তমানে তা তুলে দিয়েছে। কিন্তু রাজ্যে নেতাজির অনুপ্রেরণায় তৈরি হবে “বেঙ্গল প্ল্যানিং কমিশন”।এছাড়াও এনসিসি’র আদলে রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ‘জয় হিন্দ বাহিনী’ তৈরি হবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই একই নামে বিশেষ বাহিনী তৈরি করা হবে কলকাতা পুলিশেও।এদিন ফের কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন ২৩ জানুয়ারি ‘জাতীয় ছুটি’ হিসেবে ঘোষণা করার ও নেতাজির অন্তর্ধান সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করার।এছাড়াও কমিটির প্রস্তাব মেনে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নেতাজির উপর বিশেষ তথ্যচিত্র, বই প্রকাশ করা হবে। তৈরি হবে নেতাজির উপর বিশেষ গানের সংকলন।নেতাজি সংক্রান্ত যাবতীয় নথি একত্রিত করে বিশেষ আর্কাইভ তৈরি হবে নেতাজি ভবন ও কলকাতা পুলিশ আর্কাইভে।নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি সব ভাষায় অনুবাদ করা হবে। রেড রোডে ২৬ জানুয়ারি ও ১৫ অগাস্টের অনুষ্ঠান নেতাজিকে উৎসর্গ করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।