এক নজরে

সৌমিত্র সংকটেই

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: সংকট কাটছে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার মস্তিষ্কের স্নায়ুগুলি অনেকটাই অকেজো। চিকিৎসায় তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে বর্ষীয়ান এই অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চিকিৎসকদের বোর্ডের।বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার রক্তে বেড়েছে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ। এখনো রাইস টিউব এর মাধ্যমে খাওয়ানো হচ্ছে সৌমিত্রবাবুকে। চিকিৎসায় সাড়া না পাওয়ায় আগামী দিনে কি করনীয় তাকে নিয়ে সে ব্যাপারে ইতিমধ্যেই মেডিকেল বোর্ড একাধিকবার বৈঠক করেছে।প্রায় ২২ দিন হতে চলল সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন বেলভিউ হাসপাতালে। প্রথমে তার অন্যান্য রোগের সঙ্গে করোনা পজিটিভ চিহ্নিত হয়।করোনার থেকে তিনি দিন পাঁচেক আগে বেরিয়ে আসার পরে চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছিলেন। কিন্তু গত দুদিন ধরে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।