কলকাতা ব্যুরো: উৎসবের মাঝে বাঙালির জন্য মন খারাপ করা খবর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না জীবদ্দশায় কিংবদন্তি হয়ে যাওয়া অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্টেরয়েড জাতীয় ওষুধেও আর উন্নতি হচ্ছে না চেতনার। ঘোর আচ্ছন্ন অবস্থায় রয়েছেন।গত ৭২ ঘণ্টায় অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল টিমের প্রধান অরিন্দম করের ভাষায়, “কোন পরিস্থিতির দিকে যাচ্ছি, বুঝতে পারছি না। ওঁর চিকিৎসায় নতুন কোন পদ্ধতির দিকে যেতে হতে পারে।” সৌমিত্রের এখন সবচেয়ে বড় সমস্যা স্নায়বিক।
করোনামুক্ত হলেও ওই সংক্রমণ তাঁর মস্তিষ্কে যে গভীর প্রভাব ফেলেছিল, সেই পরিস্থিতি থেকে এখনও বের করা যায়নি ওঁকে। অথচ খ্যাতনামা এই অভিনেতার ফুসফুস, হৃৎপিন্ড, কিডনি, রক্তচাপ ইত্যাদি এখনও স্বাভাবিক। তবে রক্তে সোডিয়াম ও ইউরিয়ার পরিমাণ বেড়েছে। তাঁর স্নায়ুর চিকিৎসার জন্য বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।মেডিক্যাল টিম সূত্রে জানা গিয়েছে, ডাকলেও সাড়া দিচ্ছেন না সৌমিত্র। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ঘোর অনিশ্চয়তায় চিকিৎসকরা। গত ১৯ দিন ধরে তাঁর চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হলেও এখন তিনি করোনামুক্ত। কিন্তু সংক্রমণের পার্শ্বপ্রতিক্রিয়ায় এখন সংকটে এই বর্ষীয়ান অভিনেতা।