এক নজরে

আলু, পেঁয়াজ আর জরুরী পণ্য নয়

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো: জরুরী পন্য সামগ্রীর তালিকা থেকে বাদ পড়ে গেল পেঁয়াজ, আলু। মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়ে যায় নতুন এই বিলটি। এর ফলে এসেনশিয়াল কমোডিটিস তালিকা থেকে বাদ পড়ে গেলো তৈলবীজ, ডাল সহ বেশ কিছু জরুরী খাদ্য দ্রব্য।

ইতিমধ্যেই বিরোধী দলগুলি আন্দোলন শুরু করেছে কৃষি বিল ও এই বিলের বিরোধিতায়। আন্দোলন চলছে হরিয়ানা, পাঞ্জাব এর মত রাজ্যগুলিতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।