কলকাতা ব্যুরো: নতুন মন্ত্রি সভার গঠনের পরই শিক্ষা ব্যাবস্থা কে নিয়ে বড়ো সিদ্ধান্ত নেয় মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি করা হবে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। সমস্ত ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের ছেলে মেয়েরা এখানেই করবে পড়াশোনা সংবামাধ্যম কে জানায় মাননীয়া।
এর আগেও বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারি শিক্ষা ব্যাবস্থা কে। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর শিক্ষা বিভাগে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে এইবার সেই অবহেলা যাতে না হয় সে কথা মাথায় রেখেই শিক্ষা ব্যাবস্থা কে একধাপ এগিয়ে নিয়ে যেতে ই এই সিদ্ধান্ত সরকারের।
প্রথম বারের মতো রাজ্যে সরকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিষ্ঠা করে ছিলো যা গত বছরের বাড়তে থাকা করোনা র প্রকোপে র জন্য বন্ধ করা হয়। এইবার একটি থেকে একাধিক স্কুলে লক্ষ্য।তাই নতুন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু র হাত ধরেই নতুন লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।