এক নজরে

#EnforcementBranch: মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

By admin

April 08, 2022

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই বাজারদরে রাশ টানতে শুক্রবার সকালেই কলকাতার বাজারে ইবি আধিকারিকরা। বিভিন্নবাজারে ঘুরে দেখলেন সবজি, মাছ, মাংসের দাম। কথা বললেন ব্যবসায়ীদের সঙ্গে।

কার্যত প্রতিদিনই বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। যার জেরে ক্রম বর্ধমান বাজার মূল্যও। ব্যাগ ভরে বাড়ি ফিরতে নাভিশ্বাস উঠছে আমজনতার। সেই কারণে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব বাজারে সঠিক দামে জিনিস বিক্রি হচ্ছে কি না, তা দেখার নির্দেশও দিয়েছিলেন। এরপরই শুক্রবার সকালে কলকাতার একাধিক বড় বড় বাজারে দেখা গেল ইবি আধিকারিকদের।

জানা গিয়েছে, অনেকক্ষেত্রেই আধিকারিকরা দেখেন সরকারি দামের থেকে অনেকটা চড়া দামে জিনিস বিকোচ্ছে বাজারে। যার ফলে ব্যবসায়ীদের ধমকও দেন তাঁরা। চাপে পড়ে কেউ আবার খুলে রাখেন দামের বোর্ড। একই অবস্থা ফলের বাজারেরও। ফলের মার্কেটও এদিন ঘুরে দেখেছেন আধিকারিকরা। আধিকারিকদের কাছে পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন তাঁদের কাছে। জানান, অন্যায়ভাবে বেশ কিছু ক্ষেত্রে চড়া দাম নেওয়া হচ্ছে তাঁদের থেকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা।

উল্লেখ্য, বাজারদর নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বাজার কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হয়েছে ভর্তুকি। ফল, সবজিতে বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ‘সুফল বাংলা’র আউটলেট বাড়ানো হচ্ছে রাজ্যজুড়ে। সেখানে বাজারের তুলনায় অনেক কম দামে মিলবে রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।