এক নজরে

Russia Ukraine War: ইউক্রেন একা লড়ছে, অন্য শক্তিশালী দেশগুলি দেখছে

By admin

February 25, 2022

কলকাতা ব্যুরো: আমি শত্রুদের প্রথম টার্গেট আর আমার পরিবার দ্বিতীয়, শুক্রবার এমনটাই বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, কেউ যেন বাইরে না বের হন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় প্রেসিডেন্ট দেশবাসীকে সতর্ক করে বলেন, কিয়েভে ঢুকেছে ‘নিকেশ বাহিনী। আর সেই কারনেই সবাইকে কার্ফু মেনে চলতে অনুরোধ করেন তিনি।

শুক্রবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ভিডিয়োয় জানান, শত্রুরা রাজনৈতিক দিক দিয়ে ইউক্রেনকে ধ্বংস করে দিতে চায়। আর সেটা তারা করবে দেশের প্রধানকে শেষ করে। তিনি বলেন, এই খবরও এসেছে যে, শত্রুপক্ষের নিকেশ বাহিনী কিয়েভে প্রবেশ করেছে। তাই কিয়েভের বাসিন্দাদের কাছে আমার অনুরোধ, সচেতন থাকুন। কার্ফুর নিয়ম মেনে চলুন।

এই প্রাণঘাতী সময়ে প্রেসিডেন্ট সরকারি কোয়ার্টারে রয়েছেন। তাঁর সঙ্গে থাকছেন কেন্দ্রীয় সরকারের কাজকর্ম পরিচালনায় থাকা ব্যক্তিরা, ভিডিয়োয় এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এদিনের ভিডিয়ো বার্তায় একবারও রাশিয়ার নাম মুখে আনেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা একা আমাদের দেশ রক্ষা করার লড়াই চালাচ্ছি ৷ গতকালের মতো আজও দুনিয়ার শক্তিশালী দেশগুলো দূর থেকে দেখে যাচ্ছে ৷

ইউক্রেনের সামরিক বাহিনী সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইভানকিভে নদীর উপরে সেতু ভেঙে ফেলা হয়েছে ৷ এটি কিয়েভ থেকে মাত্র ৬০ কিমি দূরত্বে অবস্থিত ৷ ইউক্রেন এবং আমেরিকার আধিকারিকেরা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী পূর্ব দিক থেকে খারকিভে, দক্ষিণে ক্রিমিয়া থেকে এবং উত্তরে বেলারুস থেকে হামলা চালাচ্ছে ৷