এক নজরে

করোনা রিপোর্ট নেগেটিভ, এনামুল হককে এবার হেফাজতে চায় সিবিআই

By admin

December 05, 2020

কলকাতা ব্যুরো: বাংলাদেশে গরু পাচারের অভিযুক্ত এনামুল হকের করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ফলে এবার আবার তাকে হেফাজতে নেওয়ার জন্য ছাপাতে পারে সিবিআই। এর আগে দিল্লি থেকে তাকে এই অভিযোগে গ্রেপ্তার করলেও, সেখানকার আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল এনামুল হককে। আদালতের শর্ত অনুযায়ী, দুদিন পরেই তার কলকাতায় সিবিআই অফিস হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু আদতে সেই থেকে তিনি সামনে থাকলেও, সিবিআইয়ের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। কারণ তার করোনা ধরা পড়ে সেই সময়।

এরইমধ্যে তিনি হাইকোর্টে মামলা দায়ের করেন সিবিআইয়ের এফআইআর খারিজের দাবিতে। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয় তার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই, এনামুলকে আসানসোল সিবিআই আদালতে হাজির হতে হবে। শনিবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, এতদিনে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে গরু পাচারের তদন্তে গতি আনতে এবার তাকে হেফাজতে নিতে নতুন করে আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে তদন্তকারী সংস্থা।

ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই গ্রেপ্তার করেছে বিএসএফের কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসার কে। সুরেশ কুমারকে আপাতত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল সিবিআই আদালত। এরই মধ্যে এনামুলকে নিজেদের হেফাজতে নিয়ে গরু পাচার চক্রের আরও তথ্য পেতে দ্রুত চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।