কলকাতা ব্যুরো: আইপিএলে চেন্নাই সুপার কিংসয়ের ১১ জনের করোনা সংক্রমণের খবরে দুশ্চিন্তা বাড়িয়েছে অন্যদলগুলির। একজন ক্রিকেটার সহ গ্রাউন্ড স্টাফ ও দলের অন্য কয়েকজন কর্মীর করোনা ধরা পড়ায় তাদের পূর্ব পরিকল্পিত প্রাকটিক্স পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি ১ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে ছেলেদের নিয়ে প্র্যাকটিসে নামতে পারেন।
আবার সুপার কিংসের এতজনের সংক্রমণের খবরে সতর্ক থাকতে বলা হয়েছে অন্যদের। বিশেষ করে অন্য ক্রিকেটারদের আরো বেশি অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।