কলকাতা ব্যুরো: দমদম বিমানবন্দর এলাকা থেকে সন্দেহভাজন এক মহিলার থেকে দুটি হাতির দাঁত উদ্ধার করেছে বন্যপ্রাণী দপ্তর। সূত্রের খবর, দুটি ট্রলি ব্যাগে করে একটি ছ কেজি ও আরেকটি সাড়ে পাঁচ কেজি ওজনের হাতির দাঁত নিয়ে যাচ্ছেন ওই মহিলা। কিন্তু সেগুলি কোন বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

তিনি দাবি করেছেন, ওই হাতির দাঁত দুটি তার বাবার। কিন্তু সেগুলি কোথা থেকে এলো, কত পুরনো, কোথা থেকে সেগুলি নেওয়া হয়েছিল- সেসব ব্যাপারে স্পষ্ট উত্তর না পাওয়ায় রাজ্য বন্যপ্রাণী দপ্তর তা আপাতত বাজেয়াপ্ত করেছে। ওই মহিলাকে আগামী সপ্তাহে সল্টলেকে বন্যপ্রাণী দপ্তরের অফিসে বৈধ কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে।

এক মহিলার কাছ থেকে এমন দুটি দুষ্প্রাপ্য হাতির দাঁত পাওয়া যাওয়ায় বিষয়টি যথেষ্ট চিন্তায় ফেলেছে বন্যপ্রাণী দফতরের কর্তাদের। যদিও প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে তাদের মনে হয়েছে, দাঁত দুটি অনেকটাই পুরনো হতে পারে। তাই বৈধ কাগজপত্র আনার জন্য ওই মহিলাকে বলা দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version