এক নজরে

#SiliguriElection : শিলিগুড়ি মহকুমা পরিষদে রবিবার ভোট

By admin

June 25, 2022

কলকাতা ব্যুরো: রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট। দীর্ঘ ৭ বছর পর আবারও শিলিগুড়িতে নির্বাচন হতে চলেছে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসনে ভোট। ২২টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে এবং ৪টি পঞ্চায়েত সমিতিতে ৬৬টি আসনে নির্বাচন হবে। গণনা ২৯ জুন। মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৯৩৮। পোলিং স্টেশন রয়েছে ৬৫৭টি।

তবে মোর্চা, বিজেপি, জিএনএলএফ-সহ পাহাড়ের বেশ কিছু দল এবার লড়ছে না ভোটে। ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে রবিবার লড়াই হবে চতুর্মুখী। ৬ হাজারটি কেন্দ্রের জন্য ভোটকর্মী নিযুক্ত হয়েছে। যে কেন্দ্রে ভোট হবে সেই কেন্দ্রের বাসিন্দারা সেই কেন্দ্রের ভোট কর্মী হতে পারবে না।

দার্জিলিং জেলা ছাড়াও লাগোয়া জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর থেকে কিছু ভোট কর্মী নেওয়া হয়েছে। ডিসিআরসি ও ভোট গননা কেন্দ্রের মধ্যে মাটিগাড়ার ক্ষেত্রে নরসিংহ বিদ্যাপিঠ, নকশালবাড়ির ক্ষেত্রে হাতিঘিষা হাইস্কুল ঠিক করা হয়েছে।