এক নজরে

উপনির্বাচন নয় পশ্চিমবঙ্গে

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: নভেম্বরে সম্পন্ন হবে দেশের ১০ রাজ্যের ৫৪ টি বিধানসভা এবং একটি লোকসভা আসনে উপনির্বাচন। মঙ্গলবারই ওই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তবে আপাতত পশ্চিমবঙ্গ, কেরালা ও অসমের কোনো আসনে উপনির্বাচন হবে না বলেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। ওই তিন রাজ্যে মোট ৭ টি বিধানসভার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সামনের বছর মে-জুন মাসের মধ্যে ওই তিন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভার ভোট। সে কারণেই এখন আলাদা করে ওই তিন রাজ্যে উপনির্বাচন করা হবে না বলেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

এরাজ্যে ফালাকাটার বিধায়কের মৃত্যুতে বছর খানেক ধরে শুন্য রয়েছে ওই বিধানসভা কেন্দ্রের আসনটি। কোভিডের মহামারীর কারণে সেখানে উপনির্বাচন করা যায়নি। কিন্তু এখন কয়েক মাসের জন্য সেখানে উপনির্বাচন করাতে রাজি নয় নির্বাচন কমিশন।