কলকাতা ব্যুরো: আগামী এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন ধরে নিয়ে এখন থেকেই জেলাশাসকদের নথিপত্র তৈরি করে প্রস্তুত থাকার পরামর্শ দিল নির্বাচন কমিশন। এ ব্যাপারে সব জেলার জেলা শাসকের সঙ্গে সামনাসামনি শুক্রবার বৈঠক করেন রাজ্যের নির্বাচন কমিশনার আরিজ আফতাব। নির্বাচন কমিশনের ফুল টিম আগামী মাসেই কলকাতায় আসতে পারে ধরে নিয়ে জেলাশাসকদের যাবতীয় প্রস্তুতি সেরে রাখার পরামর্শ দিয়েছে কমিশন। ফলে এবছর করোনা আবহে নির্বাচনের প্রস্তুতি অনেক দেরিতে শুরু হওয়ায় এখন থেকেই জেলাশাসক দেব নথিপত্র তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই করোনা আবহে বিহার নির্বাচন সম্পন্ন করার পর মোটামুটি অনেকটাই সুষ্ঠু ভোট করানোর ব্যাপারে আত্মবিশ্বাসে জাতীয় নির্বাচন কমিশন। তাই আগামী বছর যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে, সেগুলি নির্দিষ্ট সময়ে সেরে ফেলতে চায় কমিশন।

যদিও করোনা আবহে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময়ের থেকে কিছুটা পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর সেই সুযোগেই নির্বাচন নির্দিষ্ট সময় করিয়ে নেওয়া যথোপযুক্ত কাজ হবে বলে মনে করছেন আধিকারিকরা। তাই যেহেতু দেরিতে প্রস্তুতি শুরু হয়েছে, এখন থেকে জোর কদমে কাজে এগিয়ে এপ্রিলে নির্বাচনের জন্য তৈরি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

Share.
Leave A Reply

Exit mobile version