কলকাতা ব্যুরো: আর মাস কয়েক বাদেই বাংলার বিধানসভা নির্বাচন। তার তাতেই বিজেপিকে হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সরাসরি ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গকে চিঠি পাঠালেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। ওই চিঠিতে তিনি ভারতে নিযুক্ত ফেসবুকের পদস্থ অফিসারদের বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। তিনি আরো লেখেন, ভারতে ২০১৪ এবং ২০১৯-র সাধারণ নির্বাচনেও ফেসবুকের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও একই অভিযোগ করেন ফেসবুকের বিরুদ্ধে।

তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় বলেন, যে পোস্টগুলিতে তৃণমূলের হয়ে কথা বলা হচ্ছে কিংবা বিজেপির সমালোচনা করা হচ্ছে, সেই পোস্টগুলি এবং একাউন্টগুলি বেছে বেছে ব্লক করে দেওয়া হচ্ছে ফেসবুকের তরফে। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে সুবিধা করে দিতেই এটা করা হচ্ছে।

মাস কয়েক বাদেই যে রাজ্যে ভোট, তাঁর লেখা চিঠিতে তারও উল্লেখ করেছেন ডেরেক। তৃণমূলের আশঙ্কা, ভোটের আগে এই প্রবণতা আরো বাড়বে।

তৃণমূলের আনা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অভিযোগ যে কেউই জানাতে পারে। তবে বিজেপিকে সুবিধা করে দিতে এসব চলছে, এমন কথা ভিত্তিহীন। তাঁর বক্তব্য, এ রাজ্যে তো ফেসবুকে তৃণমূলের বিরুদ্ধে কোনো সমালোচনা করলেও অধ্যাপকদের পর্যন্ত জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এর বিচার জুকারবার্গ কি করে করবে?

দেশের বিরোধী দলগুলি যখন বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ফেসবুকের বিরুদ্ধে, তখন ফেসবুকে ভারতে নিযুক্ত কিছু পদস্থ কর্মচারী প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে প্রচার করছে বলে পাল্টা অভিযোগ এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও। তিনিও এ বিষয়ে চিঠি লিখেছেন জুকেরবার্গকেই। তিনি বলেন, এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, সে দিকেই আমরা নজর রাখছি।

Share.
Leave A Reply

Exit mobile version