কলকাতা ব্যুরো : কাল গেছে ভাইফোঁটা। উৎসবের মৌসুম শেষ হতেই ঢাকে কাঠি পড়ে গেল ২০২১ এর নির্বাচনে। নির্বাচন ঘিরে আজ কলকাতায় তৎপরতা দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিধানসভা ভোটের রণকৌশল স্থির করতে কলকাতায় হয়ে গেল বিজেপির বৈঠক। আন্দোলন এবং প্রচার এর অভিমুখ নিয়ে আলোচনা হল। বৈঠকে যোগ দিতে গতকাল বিজেপির আই টি সেল এর প্রধান অমিত মালোভ্য এসেছেন কলকাতায়। এরাজ্যে সহকারি পর্যবেক্ষক হিসেবে বিজেপি থেকে তাকে নিয়োগ করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতা সুনিল দেওধর আজ বৈঠকে যোগ দিয়েছেন। ত্রিপুরায় বামফ্রন্টের অবসান ঘটিয়ে বিজেপি সরকার গড়ার কারিগর তিনি। তাকে আপাতত পাঠানো হয়েছে মেদিনীপুর হাওড়া ও হুগলি দায়িত্ব দিয়ে। এই তিন জেলার সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখে তিনি রিপোর্ট তৈরি করে দিল্লিতে পাঠাবেন বলে জানা গেছে।
একুশের নির্বাচন নিয়ে প্রস্তুতি বাম এবং কংগ্রেস শিবিরেও। সূত্র মারফত জানা গেছে বিধানসভা ভোটে আসন সমঝোতা এই দুই দলের মধ্যে কিভাবে হবে তা আজ আলোচনা হবে। তার আগে একটি বৈঠক নিজেদের মধ্যে করে নিচ্ছে বাম দলগুলো।
এদিকে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান। সিদ্দিকীর ভাইপো আব্বাস সিদ্দিকীর কার্যকলাপ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সব দলের কপালে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও হাওড়াতে ও আব্বাস সিদ্দিকী সংখ্যালঘুদের নিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। সেই ভোট কোন দিকে যাবে তা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল।
সব মিলিয়ে পুজোর পর রাজনৈতিক খেলা রাজ্যে টানটান উত্তেজনার মধ্যে জমে উঠেছে।