কলকাতা ব্যুরো: সুস্থতা সংক্রমণের চেয়ে বেশি, তবে নবমীতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০০ পার হয়ে গেল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯১০ জন, করোনামুক্ত হয়েছেন ৯৫৪ জন।
উত্তর ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১৫ ও সংক্রমণ মুক্ত ৯৩১ জন। সামগ্রিক ভাবে রাজ্যের দৈনিক সংক্রমণ প্রায় আগের দিনের মতোই রয়েছে। ৪,১২৭ জন। আক্রান্তের মোট সংখ্যা এখন সাড়ে ৩ লক্ষের কাছাকাছি (৩,৪৯,৭০১)। সুস্থতাও অনেক বেড়েছে। একদিনে ৩,৮৫৭ জন।
রাজ্যে রবিবার পর্যন্ত মোট করোনামুক্ত ৩,০৬,১৯৭ জন। সুস্থতার হার ৮৭.৫৬। মোট অ্যাক্টিভ পজিটিভ ৩৭,০১৭। তবে দৈনিক মৃত্যুতে কমতি নেই। সংখ্যাটা আগের মতোই, একদিনে ৬০। কলকাতায় ১৪ জন ও উত্তর ২৪ পরগনায় ১৮ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৪, হাওড়ায় ৩, হুগলিতে ৩, পশ্চিম মেদিনীপুরে ৩, বীরভূমে ৩, মুর্শিদাবাদে ৩ ও পূর্ব বর্ধমানে ১ জন। রাজ্যে রবিবার পর্যন্ত করোনার মোট বলি ৬,৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২৭৬ ও করোনামুক্ত ৩২০ জন।
হাওড়ায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ২১৭ ও ২৪৩ জন, হুগলিতে ২৫২ ও ৮৪, পশ্চিম মেদিনীপুরে ১২৭ ও ১৬৭, বীরভূমে ৭৫ ও ২৪ এবং মুর্শিদাবাদে ৯১ ও ১০৪ জন। অর্থাৎ অধিকাংশ জেলায় সংক্রামিতের চেয়ে সংক্রমণ মুক্তের সংখ্যা বেশি। তবে গত ২৪ ঘণ্টায় আবার করোনা টেস্ট কমেছে। একদিনে টেস্ট হয়েছে ৪২,৫৩৮ জনের।

Share.
Leave A Reply

Exit mobile version