এক নজরে

দু’মাসে ইডির তিন শীর্ষকর্তা বদল

By admin

November 28, 2020

কলকাতা ব্যুরো: কলকাতা থেকে যোগেশ গুপ্তাকে সরানোর পর এক মাস কাটলো না, ইডির অস্থায়ী স্পেশাল ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো বিনয় গায়কয়ারকে। তার জায়গায় কলকাতায় এনফর্সমেন্ট ডিরেক্টরেট এ আনা হলো সুভাষ আগারওয়ালকে। এর আগে কলকাতায় ইডি জয়েন্ট ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার প্রায় সব অফিসারকে সরিয়ে দিয়ে নতুন লোক সেখানে বসিয়েছিল। আর এবার সুভাষ আগরওয়ালকে কলকাতার চার্জ দিয়ে রাজ্যের সারদা, এমপি এস, রোজভ্যালি সহ বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে গতি আনতে কেন্দ্র তৎপর বলে দাবি করছে একটা মহল।

যদিও প্রায় সাত বছর ধরে রাজ্যে বেআইনি চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত চালালেও এখনো ইডির থেকে উল্লেখযোগ্য কোন ফল পাওয়া যায়নি বলে অভিযোগ বিভিন্ন সংস্থায় টাকা রেখে প্রতারিতদের। এরই মধ্যে গত বছর দুয়েক ধরে অফিসারদের একাংশের বিরুদ্ধে চিটফান্ড তদন্ত করতে গিয়ে নানা বেআইনি কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। তার বেশ কিছু প্রকাশ্যেও চলে আসে। অন্যদিকে রাজ্যের বেশ কিছু প্রভাবশালী লোকের সঙ্গে ইডির শীর্ষ অফিসারদের কারো কারো ঘনিষ্ঠতার অভিযোগ পৌঁছে যায় দিল্লী পর্যন্ত। তদন্তের গতিও শ্লথ হয়ে গিয়েছিল। এই অবস্থায় মাস দুয়েকের মধ্যে এক ঝটকায় কলকাতায় ইডি র প্রায় গোটা দলটাকে সরিয়ে দিয়ে নতুন লোকেদের বাইরে থেকে আনল কেন্দ্র।