কলকাতা ব্যুরো: ফের ন্যাশনাল হেরল্ড মামলায় এবার বেকায়দায় পড়লো কংগ্রেস। নতুন করে এই আর্থিক দুর্নীতির মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে সমন পাঠাল ইডি। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ন্যাশনাল হেরল্ড মামলায় বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে তলব করেছিল ইডি। সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছিলেন, আর্থিক নয়ছয়ের মামলায় খাড়গের বক্তব্য গুরুত্বপূর্ণ। এবার সরাসরি সোনিয়া ও রাহুলকে সমন পাঠাল ইডি।

রাহুল ও সোনিয়ার বিরদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৮ জুন ইডির দপ্তরে হাজিরা দিতে হবে দুই শীর্ষ কংগ্রেস নেতাকে। এদিকে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সোনিয়া ও রাহুল দু’জনেই নির্দিষ্ট দিনে ইডির দপ্তরে হাজিরা দেবেন। তবে রাহুলের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে থাকার জায়গার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন তিনি। এইসঙ্গে সিংভি জানিয়ে দিয়েছেন, আর্থিক নয়ছয় বা লেনদেনের কোনও প্রমাণ নেই।

উল্লেখ্য, ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড পত্রিকা শুরু করেন। পত্রিকা প্রকাশিত হত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের অধীনে। পরাধীন ভারতে এই পত্রিকা কংগ্রেসের মুখপাত্র হিসেবে পরিচিত ছিল। দেশ স্বাধীন হওয়ার অন্যতম ইংরেজি পত্রিকা হয়ে ওঠে। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। পত্রিকাটিকে নিয়ে মনমোহন সিংহের আমলেই দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি।

পরে একই অভিযোগ ২০১২ সালে মামলা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ ছিল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ আরও কয়েকজন মাত্র মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে এজিএল অধিগ্রহণ করেন। যদিও দল কংগ্রেস, রাহুল, সোনিয়া-সহ অন্য অভিযুক্তরা প্রথম থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসেই বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও পবন বনসলকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

Share.
Leave A Reply

Exit mobile version