%%sitename%%

এক নজরে

Abhishek Banerjee: কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেককে তলব করলো ইডি

By admin

September 11, 2021

কলকাতা ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে ফের সমন পাঠানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে ইডির সদর দপ্তরে ডাকা হয়েছে।

প্রসঙ্গত, প্রথমবার ইডি নোটিশ পাঠানোর পর অভিষেক দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন। প্রায় ন’ঘণ্টা তাঁকে জেরা করা হয়। তার পরের দিন ফের একবার তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। সেবার ডায়মন্ড হারবারের তৃণমূল এই সাংসদ জানান, একদিনের নোটিশে তিনি হাজিরা দিতে পারবেন না। এরপরেই শনিবার ফের তাঁকে ২২ সেপ্টেম্বর তলব করে নোটিশ পাঠাল ইডি।

৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন অভিষেক। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। পরে দিল্লির ইডি দফতর থেকে বেরিয়ে এসে অভিষেক বলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই গোয়েন্দাদের কাছে ৷ অভিষেককে তলব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধ সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভবানীপুরে ভোটের দিন ঘোষণা হতেই কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন ৷

সম্প্রতি রাজ্যে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নামেন সিবিআই ও ইডি গোয়েন্দারা। এরপরই একাধিকবার কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝিকে কলকাতায় ডেকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । রাজ্যে কয়লা কাণ্ডে একাধিকবার একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম গোয়েন্দারা পান বলে জানা গেছে । ফলে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা ।

কিন্তু একাধিক আইনি জটিলতার জন্য প্রথমদিকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা না হলেও ৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন অভিষেক । ইডি সূত্রের খবর, সেদিন তাঁর বয়ান নথিভুক্ত করা হয় । কিন্তু কয়লা পাচার কাণ্ডে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মত ইডির ৷