এক নজরে

পার্থ-অর্পিতাকে জেরা করে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

By admin

July 27, 2022

কলকাতা ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জেরা করে একের পর এক তথ্য হাতে আসছে ইডির তদন্তকারীদের। তার ভিত্তিতে ইডি বুধবার শহরের বেশ কিছু এলাকায় অভিযানে নেমেছে। সূত্রের খবর, ঢাকুরিয়ার একটি বস্ত্রবিপণি, কসবা রাজডাঙ্গা এবং বালিগঞ্জের দুটি ফ্ল্যাটে তল্লাশিতে গিয়েছেন ইডির অফিসাররা।

কসবার ওই ফ্ল্যাটটির মালিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই রয়েছে বলে ইডি সূত্রের খবর। ওই ফ্ল্যাটে মূলত কয়েকজন চিকিৎসক ভাড়া থাকেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকদের ওই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা হয়েছে একটি সংস্থার মাধ্যমে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ ওই সংস্থার সঙ্গেই এই ব্যাপারে চুক্তি করেছে। চিকিৎসকদের ফ্ল্যাটের ভাড়া ওই সংস্থার অ্যাকাউন্টেই প্রতিমাসে নিয়মিত জমা পড়ে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে ইডি। ওই সংস্থাটির মালিকও অর্পিতাই।

ইডি এখন খুঁজে বের করার চেষ্টা করছে, রাজডাঙ্গার এই ফ্ল্যাটের সঙ্গে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক আছে কি না। কসবার ওই রাজডাঙ্গাতে ইচ্ছে এন্টারটেনমেন্ট নামে অর্পিতার একটি প্রযোজনা সংস্থাও আছে। এদিন ইডি হানা দেয় সেই সংস্থার অফিসেও।

ইডি মনে করছে এই সংস্থাতেও পার্থর লগ্নি রয়েছে। এরই মধ্যে ইডির একদল অফিসার আবার অভিযান চালিয়েছেন বেলঘড়িয়ার রথতলায়। সেখানেও অর্পিতার নামে দুটি ফ্ল্যাট রয়েছে বলে ইডির দাবি।