কলকাতা ব্যুরো: পুজোর আগে থেকেই আরো ১৩ টি দূরপাল্লার ট্রেন চালাতে চায় পূর্ব রেল। এইম মর্মে রেল বোর্ডের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে পূর্ব রেলের তরফে। অক্টোবরের মাঝামাঝি সাময় থেকে তা যাতে চালানো যায় সে বিষয়ে রেল বোর্ডের অনুমতি চাওয়া হয়েছে। রেল বোর্ড এবং রাজ্য সরকারের অনুমতি মিললে শুরু হবে আরো বেশি সংখ্যায় রেল চলাচল।
যে ট্রেনগুলি চালাতে চায় পূর্ব রেল তার মধ্যে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, দার্জিলিং মেলের মতো ট্রেনগুলি। মূলত পর্যটকদের গন্তব্য এবং চিকিৎসার জন্য দেশের যে যে জায়গাগুলোর এরাজ্যে থেকে বেশি সংখ্যায় মানুষ যান, সেগুলিকে রাখা হয়েছে অগ্রাধিকারের তালিকায়। রেল বোর্ডকে লেখা চিঠিতে পূর্ব রেলের তরফে আরো জানানো হয়েছে, এতে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই ওই ১৩ টি ট্রেন চালিয়ে মাসে ২৩ কোটি টাকা আয় করতে পারবে রেল।