কলকাতা ব্যুরো: ইস্টবেঙ্গলের শতবর্ষে ক্লাবকে শুভেচ্ছা জানালো ইউনাইটেড ম্যানচেস্টার। ইউনাইটেড ম্যানচেস্টারের অভিনন্দন বার্তায় জানানো হয়েছে, সাম্প্রতিক এই ক্লাবের যে নতুন স্পনন্সর পাওয়া গিয়েছে তা জেনে খুশি এই ক্লাব।
বার্তায় স্মরণ করা হয়েছে ইউনাইটেড ম্যানচেস্টার অফিসিয়ালদের গত বছরের শেষে ইস্টবেঙ্গল ক্লাব ভিজিটের কথাও। সে সময় বিশ্বের অন্যতম সেরা ওই ক্লাব কর্তারা কলকাতায় এসেছিলেন ইস্টবেঙ্গলের সঙ্গে একটি শুভেচ্ছার প্রদর্শনী ম্যাচ খেলার আগ্রহ নিয়ে। ইডেন গার্ডেন্স এবং ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে দেখেন তারা। যদিও শেষ পর্যন্ত আর তা ফলপ্রসূ হয়নি।
কিন্তু এখন চিঠি দিয়ে সেই ভালো লাগার কথা জানিয়েছে ক্লাবটি। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল ভালো খেলবে বলে আগাম শুভেচ্ছা জানিয়েছে ইউনাইটেড ম্যানচেস্টার।
