কলকাতা ব্যুরো: প্রবল ঝড়ঝঞ্জা কাটিয়ে অবশেষে ইস্টবেঙ্গল ক্লাব এখন এক স্বস্তিদায়ক জায়গায়। শতবর্ষ প্রাচীন ক্লাবকে আর্থিকভাবে সামাল দেওয়ার ব্যবস্থা হয়েছে। তার পরেই ISL -এ খেলার সবুজসংকেত মিলেছে। আর সব মিলিয়ে দেশ-বিদেশের শুভেচ্ছায় এখন ভরছে ইস্টবেঙ্গলের ভাড়ার।

শতবর্ষের ইস্টবেঙ্গল ক্লাবকে ইতালির ইন্টার মিলান শুভেচ্ছা পত্র পাঠিয়েছে। একই কারণে ইস্টবেঙ্গল ক্লাবকে লন্ডনের চার্লটন অ্যাথলেটিক ক্লাব শুভেচ্ছা জানিয়েছে। শতবর্ষের ইস্টবেঙ্গল ক্লাবকে পর্তুগাল বেনফিকা ক্লাবও শুভেচ্ছা জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version