এক নজরে

আইএসএলে খেলার আগে নতুন লোগো ইস্টবেঙ্গলের

By admin

October 17, 2020

কলকাতা ব্যুরো: আইএসএল এ খেলার জন্য নতুন লোগো প্রকাশ করল ইস্ট বেঙ্গল। শনিবার এই লোগো প্রকাশ করে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। নতুন লোগোয় দেখা যাচ্ছে, ইস্টবেঙ্গল কথাটি নিচে লেখা রয়েছে। মাথার উপরে যোগ হয়েছে এস সি শব্দটি। ইস্টবেঙ্গল ক্লাব ও আই এস এল এর অফিশিয়াল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একই সঙ্গে শেয়ার করা হয়েছে এই নতুন লোগো।

সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত গত মাসে আইএসএলে ইস্ট বেঙ্গল একাদশতম দল হিসেবে যোগ দেওয়ার সুযোগ পায়। এখনো মাসখানেক বাকি রয়েছে আইএসএল শুরুর। গোয়ায় হবে এবারের আইএসএল। এদিকে ইস্টবেঙ্গল ক্লাব ২৪ ঘন্টা পর রবিবার মোহনবাগান সভাপতির হাতে গতবারের আই লিগের তুলে দেওয়া হবে।