কলকাতা ব্যুরো: রাজ্যের সাম্প্রতিক প্রকল্প দুয়ারে সরকার প্রথম দিনেই সাড়া ফেলে দিল। মঙ্গলবার রাজ্যের ৩৪৪ টি ব্লকে এক লাখ ২০ হাজার মানুষ নানান সমস্যার প্রতিকার চেয়ে আবেদন করেন।
আজ থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছে রাজ্য। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুবিধা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে আরো বেশি করে এই সংক্রান্ত প্রশাসনিক শিবিরগুলোতে যাওয়ার আবেদন জানিয়েছেন। আজ ট্যুইট করে তিনি, ১১ টি সরকারি পরিষেবা পাওয়ার জন্য আগামী দুই মাসে মোট চার দফায় যে কোন সময়, কোথায় শিবির বসবে তা উল্লেখ করে দিয়েছেন।
প্রকল্পগুলির মধ্যে একশো দিনের কাজ, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথীর মতো প্রকল্প গুলির জন্য আজ প্রথম দিনেই প্রায় এক লক্ষ কুড়ি হাজার আবেদন জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছেন। এইসব প্রকল্প নিয়ে কোনো অভিযোগ থাকলে শিবিরে তাও জমা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
এই পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার ৩৪৪ টি ব্লকে কুড়ি হাজার শিবিরের আয়োজন করবে বলে আগেই জানিয়েছে।