কলকাতা ব্যুরো: দুর্গাপুরে খুন হওয়া স্বরূপ সাওয়ের মা ও ভাইকে গ্রেফতার করল দুর্গাপুরের পুলিশ। সম্পত্তি জনিত বখরা নিয়ে গোলমালে নিজের ছেলেকে খুন করতে এক লক্ষ টাকা সুপারি দেওয়ার অভিযোগ উঠেছে স্বরূপের মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুরের লাউদোহা এলাকায় ৯ নভেম্বর একটি মাঠের ধার থেকে উদ্ধার করা হয় স্বরূপ এর মৃতদেহ। গলা টিপে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ।
প্রথমে এই ঘটনায় রাজনীতির রং লাগে। বিজেপি অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীকে খুন করেছে। সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এরই মধ্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় এক দুষ্কৃতীকে।
ধৃত জেরায় জানায়, ছেলেকে খুন করার জন্য মা এক লক্ষ টাকা প্রথম দফায় তাকে দিয়েছিলেন। দু লক্ষ টাকায় রফা হয়েছিল ছেলেকে পৃথিবী থেকে সরানোর জন্য। এই ঘটনায় আরো এক সঙ্গীকে নিয়ে ৯ নভেম্বর ওই খুন করে অভিযুক্তরা।