এক নজরে

দুর্গাপুর ব্যারেজে মেরামতি শুরু হতে পারে আজ বিকেলে

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: মাইথন এবং পাঞ্চেত জলাধার বন্ধ করেও একেবারে শুকিয়ে ফেলা যায়নি দুর্গাপুর ব্যারেজ। ফলে ৩১ নম্বর লক গেট ভেঙে যাওয়ার তিন দিন পরেও দুর্গাপুর ব্যারেজের মেরামতির কাজ শুরু করতে পারেনি শেষ দপ্তর। তবে আজ বিকেল থেকে কাজ শুরুর ব্যাপারে আশ্বাস দিচ্ছেন সেচ দফতরের কর্তারা। ২০১৭ সালে যখন দুর্গাপুর ব্যারেজে এক নম্বর লক গেটের একাংশ ভেঙে যায়। তখন তা মেরামত করার সময় জলের নিচে পর্যাপ্ত বালি পাওয়া গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি একেবারেই উল্টো। বালির জায়গায় কাদা এবং পাক জমে রয়েছে। ফলে একেবারে জল শুকিয়ে ফেলার সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন কর্মীরা। তবে বিকেলে কাজ শুরু করা গেলে ১৫ ঘন্টায় তা শেষ করা যাবে বলে জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা।

তিনদিনের মাথাতেও দুর্গাপুর ব্যারেজের মেরামতের কাজ শুরু না হওয়ায় জল সমস্যা শুরু হয়েছে দুর্গাপুর এবং বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। মূলত এই ব্যারেজের জল পরিশ্রুত করে পানীয় জল হিসেবে দেওয়া হয় বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়িতে। কিন্তু তিন দিন ধরে ব্যারেজের জল না পাওয়া যাওয়ায় এখন একদিকে পিএইচর পাউচ প্যাকেট ও পুরসভার ট্যাংকার এই ভরসা নাগরিকদের।