এক নজরে

Durgapur Barrage: রবিবার থেকে দুর্গাপুর ব্যারাজে বন্ধ যান চলাচল

By admin

September 19, 2021

কলকাতা ব্যুরো: ফের বন্ধ হলো দুর্গাপুর ব্যারাজ। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাতে ব্যারাজের উপর সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। তবে ছাড় দেওয়া হয়েছে অ্যাম্বুল্যান্স-সহ আপতকালীন পরিষেবায়। সেচ দফতর সূত্রে খবর, দামোদর নদের উপর নির্মিত দুর্গাপুর ব্যারাজে লকগেটে সংখ্যা ৩৪। এর মধ্যে নতুন করে ১০টি লকগেট ইতিমধ্যেই বসানো হয়ে দিয়েছে। এবার ৭ নম্বর লকগেটটি বদল করা হবে। সেকারণেই রবিবার থেকে ৫ দিন, রাত ১১টা থেকে ভোর ৪ পর্যন্ত আপদকালীন পরিষেবা বাদে যান চলাচল বন্ধ থাকবে ব্যারাজের উপর সেতুতে।

তবে যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে ৩ দিনেও লকগেট বসানোর কাজ শেষ হতে পারে। ব্যারাজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম বন্দ্যোপাধ্যায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘লকগেট বসানোর কাজ শেষ হলেই ফের যান চলাচল শুরু হবে’।

এর আগে জুলাই মাসেও ৫ দিনের দুর্গাপুর ব্যারাজে আপতকালীন পরিষেবা ছাড়া যান চলাচল বন্ধ রেখেছিল প্রশাসন। তখন ২২ ও ১৭ নম্বর লকগেটটি নতুন করে বসানো হয়েছিল। আর কয়েক মাসের ব্যবধানে রবিবার থেকে ফের বন্ধ হতে চলেছে দুর্গাপুর ব্যারাজ।