এক নজরে

দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে বিপর্যয়, পানীয় জল সংকটের আশঙ্কা

By admin

October 31, 2020

কলকাতা ব্যুরো: আবার ভাঙলো দুর্গাপুর ব্যারেজের হু হু করে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে জল। ফলে আবার দুর্গাপুর, বর্ধমানের একাংশ পানীয় জলের সংকট ভুগতে হতে পারে বলে আশঙ্কা।এদিন সকাল থেকে ৩১ নম্বর লক গেটের একাংশ ভেঙে যায়। সেখান থেকে হু হু করে এখনো জল বেরিয়ে যাচ্ছে। এর আগে ২০১৭ সালে একইভাবে ১ নম্বর লক গেট ভেঙে গিয়েছিল। তখন জল শূন্য হয়ে পড়ে স্থানীয় বিস্তীর্ণ এলাকা।

সেচ দপ্তরের কর্তারা ঘটনাস্থলে গেলেও, এখনো পুরোদমে মেরামতির কাজ শুরু হয়নি। দুর্গাপুর পুরসভার বক্তব্য, ব্যারেজের দেখভালের কাজটাই করে সেচ দপ্তর। তাদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুরসভার কিছুই করার নেই।