কলকাতা ব্যুরো: দুর্গাপূজার অনুমতি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের তোলা প্রশ্নে এবার বিরোধীদের আক্রমণের মুখে রাজ্য সরকার। ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে সরকারের দেওয়ার বিরোধিতা করে মামলা হয়েছিল হাইকোর্টে।
সেই মামলাতেই এভাবে একটি গোষ্ঠীকে টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। একই সঙ্গে এমন মহামারী পরিস্থিতিতে বারোয়ারি পুজোর অনুমোদন দেওয়া হলো কেন তা নিয়ে রাজ্য সরকারের জবাবদিহি চেয়েছে আদালত।
সেই প্রশ্নে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য করব না। তবে করোনা যাতে না ছড়ায় তার জন্য সবরকম সর্তকতা নিতে কোমড় বেঁধে নেমেছে সরকার।
শাসকদল যাই বলুক বিরোধীরা কিন্তু হাইকোর্টের কথাকে সমর্থন জানিয়ে তাল ঠুকছেন। রাজ্য সরকারের সিদ্ধান্তকে তারা রাজনৈতিক কারণ বলেই চিহ্নিত করার চেষ্টা করছেন। সিপিএমের বিধায়ক সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য রাজনৈতিক ফায়দা নিতে তৃণমূল এবার দুর্গা পুজো নিয়ে হঠকারিতা করছে।
Previous Articleউত্তরে করোনা
Next Article সুপ্রিম কোর্ট মামলা শুনলো না রিপাবলিক টিভির
Related Posts
Add A Comment