কলকাতা ব্যুরো : পূজো এসে গেলো। হাতে গোনা কয়েক দিন বাকি আর। ১৭ সেপ্টেম্বর মহালয়া হলেও এবার পূজো শুরু হচ্ছে ২৩ অক্টোবর। কিন্তু অতিমারির জন্য অন্যান্য বারের মতো সেই উন্মাদনা নেই এবার। পুজোর অনুমতি আদৌ পাওয়া যাবে কি না সে নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। তবে সূত্রের খবর, এই মাসের তৃতীয় সপ্তাহে পুজোর অনুমতি দিয়ে দিতে পারে রাজ্য।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, লালবাজার ইতিমধ্যেই ডিভিশনাল ডেপুটি কমিশনার মহলে নির্দেশ পাঠিয়েছে বিভিন্ন এলাকার পূজো কমিটিগুলোর সঙ্গে কথা বলার জন্য। থানার আধিকারিকরা ও বিভিন্ন পূজা কমিটির সঙ্গে কথা বলে তাদের রিপোর্ট জমা দিয়েছে। শেষ মুহূর্তে যদি প্রশাসন পুজোর অনুমতি দেয় তাহলে পুলিশ সুষ্ঠ পূজা পরিচালনার জন্য তৈরি। ট্র্যাফিক গার্ড গুলিকে নিজের এলাকার পার্কিং ব্যাবস্থা নিয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে।
পুলিশ সূত্র মারফত জানা গেছে, প্রতি বছর জুন-জুলাই নাগাদ এই কাজ হয়। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। কাজও তাই পিছিয়ে গিয়েছে। আনলক-৪ পর্বেও পূজো নিয়ে সরকার কিছু জানায়নি। ফলে ধন্দে আছে পুলিশও। তবে এর মধ্যে কেউ পূজা মণ্ডপ তৈরি করতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না বলেই খবর। একাধিক বড়
পূজা কমিটি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে সবাই পূজো করছেন এবার কাটছাঁট করে। গত মার্চ থেকে নববর্ষ বা ঈদ সবই হয়েছে খুবই সাধারণ ভাবে। পূজো হবে বলেই খবর কিন্তু আড়ম্বর থাকছে না কোনো ।