এক নজরে

পুজো হলেই বাড়বে সংক্রমণ, হাইকোর্টে জনস্বার্থ মামলা

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যের সব বারোয়ারী দূর্গা পুজো বন্ধ করার দাবিতে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মামলা কারীর বক্তব্য কেরালা ওনাম উৎসব-এর পর যেভাবে সেখানে করণা সংক্রমণ ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে এখানেও দুর্গাপুজো সেই ভাবে পালিত হলে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের গণেশ পুজো উৎসব এবং দেশে মহরম এর অনুমতি দেওয়া হয়নি বলেও জানানো হয় মামলায়।

হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন অজয় কুমার। তার আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী। অজয় কুমার জানিয়েছেন ওনাম উৎসবের পর যে অবস্থা হয়েছে কেরালার , এখানেও দুর্গাপুজো সেই ভাবে পালিত হলে করোনা সংক্রমণ বাড়বে। মামলাটি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টে উঠবে।