কলকাতা ব্যুরো: দুর্গাপুজোয় মণ্ডপে নো এন্ট্রি নির্দেশ যথাযথভাবে পালন করায় পুলিশের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে নতুন দুটি জনস্বার্থ মামলা শুনানির জন্য উঠেছিল। প্রথমত কালীপুজো, জগদ্ধাত্রী, পুজো ছট পুজোয় রাস্তায় ভিড় ঠেকাতে হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন করে একটি মামলা দায়ের হয়েছে। অন্য মামলাটি দায়ের করা হয়েছে এবার কোনভাবে বাজি পোড়ানো বন্ধ করতে।
মামলার শুরু থেকেই হাইকোর্ট জানিয়ে দেয়, দুর্গাপূজায় যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা পালন করতে পুলিশ যে পদক্ষেপ করেছে তাতে খুশি আদালত। যদিও কিছু কিছু ক্ষেত্রে নির্দেশ পালনে ত্রুটি রয়েছে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। কিন্তু মোটের ওপর যে আদালত সন্তুষ্ট তাও জানাতে ভোলেননি বিচারপতির সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
এদিকে এই মুহূর্তে বাজি ব্যবহার বন্ধ নিয়ে জাতীয় গ্রীন ট্রাইব্যুনালে মামলা চলছে। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে বিষয়টি জানানোর পর, হাইকোর্ট জানিয়ে দেয় সে ক্ষেত্রে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলার শুনানি করা হবে বেলা তিনটার সময়। একই সঙ্গে আদালত বলে, যেভাবে রাজ্য সরকার বাজি ব্যবহার বন্ধ করতে আবেদন করেছে, তা মেনে চলুক নাগরিকরা। যদিও এ ব্যাপারে শুনানি আদৌ হবে কিনা বা হলেও কি নির্দেশ দেবে, তা বোঝা যাবে এদিন বেলা তিনটার পর।