এক নজরে

মন্ডপের বাইরে দূরত্ব বিধি না মানলে প্রতিমা দেখা বন্ধ

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো : আজ ডাক্তার কুনাল সরকার সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, পুজোয় যেন দূরত্ব বিধি অবশ্যই মানা হয়। তা না হলে আমরা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছি। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে পুলিশের মধ্যেও দর্শনার্থীদের দূরত্ব বিধি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কোন মন্ডপের বাইরে দূরত্ব বিধি না মেনে দর্শনার্থীরা বেশি ভিড় করলে সেখানে প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হবে।

করোনা অতিমারির সময় দুর্গাপুজোয় সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই কয়েক দফা নির্দেশিকা জারি করেছে প্রশাসন। কিন্তু ছোঁয়া এড়িয়ে অষ্টমীর অঞ্জলি কি করে দেওয়া হবে সে নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশনা নেই পুলিশ বা পূজা কমিটির কাছে। অষ্টমীর অঞ্জলি দিতে ছোট থেকে বড় পূজা মন্ডপে ভিড় জমলে কি করা হবে সে নিয়ে সবাই এখনো অন্ধকারে। কলকাতা পুলিশের দক্ষিণ এবং পূর্ব ও মধ্য কলকাতার কয়েকটি থানা ইতিমধ্যেই সেই এলাকার পূজা কমিটিগুলিকে জানিয়ে দিয়েছে যে শারীরিক দূরত্ব বিধি উড়িয়ে একসঙ্গে অনেকে অঞ্জলি দিতে পারবেন না। কয়েকটি থানা আবার সেখানকার পুজো কমিটিগুলির উপর সেই ভার ছেড়ে দিয়েছে।

দক্ষিণ কলকাতার একাধিক ছোট-বড় পূজা কমিটি জানিয়েছে পুষ্পাঞ্জলী দেওয়া নিয়ে পুলিশ কোনো নির্দেশ না দিলেও দূরত্ব বিধি মেনেই পূজোর আচার অনুষ্ঠানের ব্যবস্থা করছেন তারা। তবে লালবাজারের একটি সূত্র জানিয়েছে, ছোঁয়া এড়িয়ে অঞ্জলী দেওয়ার সময় পূজামণ্ডপে আগত লোকের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। পুলিশের একটি অংশ মনে করছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় করোনা সংক্রমিত হতে পারেন অনেকেই। তাই পুজো কমিটি গুলির সঙ্গে থানার সমন্বয় বৈঠকে দূরত্ব বিধি মেনে চলার উপরে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভিড় এড়াতে পুজো মণ্ডপের আশপাশে দোকান ও মেলা নিষিদ্ধ করা হয়েছে। লালবাজার থেকে পুজোর ক’দিন দর্শনার্থীদের লাইনে দাঁড়ানোর জন্য গণ্ডি কেটে দেওয়ার কথা বলা হয়েছে থানা গুলিকে। যদিও গণ্ডি কেটে দর্শনার্থীদের মণ্ডপে ঢোকাতে হলে তার লাইন বড় হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে হিতে বিপরীত হবে বলে আশঙ্কা করছেন পুলিশ বাহিনীর একাংশ।

সরকারি নির্দেশিকা মেনে পূজা মন্ডপ তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার গোটা শহরে কুড়িটি বড় মন্ডপ ঘুরে দেখেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশের ওই দলটি এদিন সকালে কলেজ স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন, কুমারটুলি পার্ক, নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ও বেহালা নতুন পূজা মন্ডপ পরিদর্শন করেন।