কলকাতা ব্যুরো: করোনা আবহে ঘরে বসেই মাতৃ আরাধনার উপদেশ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন,মনের ভক্তিতে মাতৃ আরাধনার জন্য মন্ডপে যাওয়ার দরকার হয় না। যে প্রসঙ্গে তিনি শুনিয়েছেন শ্রীকৃষ্ণের কথাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ বলেছেন লক্ষ্যে অবিচল থাকতে। আমাদের এখন লক্ষ্য করোনাকে মোকাবিলা করা। সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।

রাজ্য বিজেপিও বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় সকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এ রাজ্যে দুর্গাপুজো করতে দেয় না তৃণমূলের সরকার। মমতা অবশ্য জানিয়েছেন,করোনা আবহেও পুজো হবে স্বাস্থ্য বিধি মেনে। বস্তুত আজ বিকেল থেকেই পুজো উদ্বোধনী শুরু করবেন মুখ্যমন্ত্রী। এবছর রাজ্য বিজেপিও অবশ্য চাইছে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে এবছর পুজো হোক কোনোমতে।

পুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ আরো অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরাও। বিষয়ে করে কেরালায় ওনাম উৎসব পালনের পর সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের।

ইতিমধ্যেই এবছর পুজোয় ১০ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী মামুষদের পুজোর সময় বাইরে না বেরোতেই পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ-সরকারও বেশ কিছু পুজো নিষিদ্ধ করেছে। তা নিয়ে অবশ্য আপত্তির কথা জানিয়েছিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। দিল্লির পুজোগুলির ক্ষেত্রেও জারি করা হয়েছে বেশ কিছু বিধি নিষেধ।

Share.
Leave A Reply

Exit mobile version