কলকাতা ব্যুরো: নির্জলা সুখা দামোদরে নিরঞ্জন হলো আসানসোল – বার্নপুর শহরের দূর্গা প্রতিমার l দামোদরে জল না থাকায় ডোজার নামিয়ে বালি সরিয়ে চ্যানেল কেটে আসানসোল পুরনিগম দামোদরে বিসর্জনের জলের ব্যবস্থা করে। কিন্তু তা যথেষ্ট অপ্রতুল l ফলে সেই জলে ঠাকুর ভাসান বা ডোবানো – বাস্তবে কোনোটাই কার্যকর হয়নি।


ফলে বার্নপুর দামোদর ঘাটে দুর্গতিনাশিনীর দুর্গতি পূর্ণ নিরঞ্জন ব্যথিত করেছে বিসর্জন দেখতে আসা উপস্থিত দর্শকদের l মহিশীলার মৌসুমী রায়, বার্নপুরের টুসি দাস, নিউটউন থেকে বিসর্জন দেখতে আসা সনৎ বক্সী জানান – দামোদরে জল না থাকায় এবারের দূর্গা প্রতিমা বিসর্জন আমাদের হতাশ করেছে l যদিও বালি কেটে জল বের করতে আসানসোল পুরনিগমের চেষ্টাকে প্রশংসা করেছেন শহরের একাংশ মানুষ।

Share.
Leave A Reply

Exit mobile version