কলকাতা ব্যুরো: ২৬ থেকে ২৯ অক্টোববের মধ্যে বিসর্জন দিতে হবে দুর্গা প্রতিমার। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এ বছরের পুজো প্রস্তুতি নিয়ে শুক্রবার বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার। ওই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
কোভিড পরিস্থিতির কারণে এ বছর বিসর্জনের সময় কোনো কার্নিভাল হবে না বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, সামনের বছর কার্নিভাল হবে খুব বড় করে। ভিড় এড়াতে এ বছর একদিনেই সব প্রতিমা বিসর্জন না দিলেও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে, বিসর্জনের দিন নির্দিষ্ট করে দিলো কলকাতা পুলিশ।
তৃতীয়া থেকেই মণ্ডপগুলিতে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সে কারণে ওইদিন থেকেই রাস্তায় নামবে প্রচুর পরিমানে পুলিশ। পুজো কমিটিগুলিকেও বলা হয়েছে, বেশি সংখ্যক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে।
Previous Articleবোধনে মোদীর ভাষণ চায় বিজেপি
Next Article বেতার, দূরদর্শনে দ্বিগুন সময় বরাদ্দ বিহার ভোটে