কলকাতা ব্যুরো: এখন এক ফ্লাইট থেকে নেমে অন্য ফ্লাইট ধরার মাঝে কয়েক ঘন্টার ব্যবধানে আর লাউঞ্জে সময় কাটাতে বাধ্য হাওয়া নয়। এখন থেকে দমদম বিমানবন্দরের আপনি কয়েক ঘণ্টা শুয়ে-বসে বিশ্রাম নিতে চাইলে পেয়ে যাবেন ঘর। সাজানো গোছানো ঘর এবং ঝকঝকে বিছানায় আপনি আপনার সময় কাটাতে পারবেন।
দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে এমনই তথ্য জানিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বিমানবন্দরে ঝকঝকে ঘর এবং শয্যার ব্যবস্থাও রয়েছে। সেখানে থাকার জন্য কিভাবে বুক করবেন তারও ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ। অ্যারাইভাল গেটের পাশেই রয়েছে সেই টিকিট কাউন্টার। ফলে দমদম এয়ারপোর্টে আর বাইরে বসে থাকা বা লাউঞ্জে ঘন্টার পর ঘন্টা বিরক্তির অপেক্ষা নয়, একেবারেই আরামে ও নিশ্চিন্তে বিশ্রাম নেবেন এয়ারপোর্টের ভিতরে হোটেলের সুবিধাই।