%%sitename%%

এক নজরে

বন্ধ স্কুলে জোড়া গোখরো

By admin

July 28, 2020

কলকাতা ব্যুরো: লক ডাউনে বন্ধ স্কুল ঘরে উদ্ধার হলো গোখরো। দু’ দুটি গোখরোর সঙ্গেই মিললো গোটা তিরিশ সাপের ডিম। ঘটনাটি ধূপগুড়ি ব্লক গাদং-২ নম্বর পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি মহাপ্রসাদ প্রাথমিক স্কুলের।

লক ডাউনে স্কুল বন্ধ থাকলেও স্কুলের সামনে খেলতে যায় পড়ুয়ারা। তাদেরই প্রথম নজরে আসে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। তা দেখেই আতঙ্কে চিৎকার জুড়ে দেয় বাচ্চারা। বিষয়টি জানানো হয় ধুপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক অর্গানাইজেশনকে। তারা ঘটনাস্থল থেকে দুটি সাপ ও ডিমগুলি উদ্ধার করে। পরে বনদপ্তর সে গুলি নিয়ে যায়। সাপগুলিকে গভীর জঙ্গলে ছাড়া হবে।